ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। খবর মেহের নিউজ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ইয়েমেনি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, লোহিত সাগরের উত্তরাঞ্চলে ইসরায়েলি তেল ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন, গাজায় গণহত্যা এবং দুর্ভিক্ষের প্রতিশোধ ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানান, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি জাহাজগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ চলমান থাকবে। একইসঙ্গে লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করার অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিকে, ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে জানিয়েছে, সৌদি আরবের ইয়ানবু বন্দর নগরীর দক্ষিণ-পশ্চিম উপকূলে লাইবেরিয়ার পতাকাবাহী একটি ইসরায়েলি মালিকানাধীন ট্যাংকারের নিকটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।