মাত্র ৩৮ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন পবিত্র রিশতা’ খ্যাত ভারতীয় অভিনেত্রী প্রিয়া মারাঠে। ৩১ আগস্ট মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়া। তিনি ‘পবিত্র রিশতা’ টিভি সিরিয়ালে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সহঅভিনেত্রী ছিলেন।
তার শরীরে কখন মরণব্যাধি ক্যানসার দানা বেঁধেছিল বুঝতে পারেননি। যখন ধরা পড়ল তখন অনেকটাই দেরি হয়ে গেছে। চিকিৎসাও নিয়েছিলেন। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত ক্যানসারের কাছে পরাজয় মেনে আজ পরপাড়ে পাড়ি জমান এই অভিনেত্রী। তার এ অকাল প্রয়াণে শোকের ছাড়া নেমে এসেছে ভারতীয় শোবিজ অঙ্গনে। প্রসঙ্গত, প্রিয়া মারাঠে ১৯৮৭ সালের ২৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। অভিনয়ের প্রতি ঝোঁক থাকায় মুম্বাইয়ে বেড়ে ওঠা প্রিয়া পড়াশোনা শেষ করেই অভিনয় জগতে পা রাখেন। হিন্দি ও মারাঠি সিরিয়ালে নিয়মিত কাজ করেন। স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন এ অভিনেত্রী।