রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

বেলারুশে ৬ দেশের যৌথ সামরিক মহড়া, চিন্তার ভাঁজ পশ্চিমাদের কপালে

নিজস্ব প্রতিবেদক / ১৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)-এর অধীনে ৭ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশে। এতে অংশ নিয়েছে— রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সামরিক বাহিনী। রোববার (৩১ আগস্ট) বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদন নিশ্চিত করেছে এ তথ্য।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেলারুশের ভিটেবস্ক শহর এবং লেপেল প্রশিক্ষণ মাঠে যৌথ নিরাপত্তা চুক্তির আওতায় ‘সিএসটিও’ র‍্যাপিড রেসপন্স ফোর্সের সাথে যৌথ মহড়া শুরু হয়েছে। এতে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতা ভাগ করে নেয়ার পরিকল্পনা করয়েছে।

বেলারুশের প্রধান জেনারেল স্টাফ পাভেল মুরাভেইকো জানান, সামরিক-রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং অভিযান পরিচালনার বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনীর দক্ষতা বাড়াতেও সংস্থাটি কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

সিএসটিও’র মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানের পর মুরাভেইকো আরও নিশ্চিত করেন, মহড়ায় অংশগ্রহণকারীরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া দেবেন। সেইসাথে, রাশিয়ান সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতাও ভাগ করে নেবেন।

উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ এর দশকে গঠিত হয় সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমাদের সাথে ক্রমেই সম্পর্কের অবনতি ঘটছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর। পশ্চিমা সামরিক জোট ন্যাটো’র মতো তৎপর না হলেও, সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে সম্পর্ক ঝালাইয়ে যৌথ সামরিক মহড়া আয়োজন করছে জোটভুক্ত এই রাষ্ট্রগুলো। যা ভবিষ্যতে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।


এ জাতীয় আরো খবর...