রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান (ভিডিও)

রেজওয়ান করিম / ৩৮ বার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

পর পর ২টি ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান। গত ৩১ আগস্ট ভোরে আঘাত হানা ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটে। তার মাত্র দুই দিন পর, ২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুরে আবারও ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এই দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত ১,৪০০ জনের বেশি নিহত এবং ৩,০০০–৩,৫০০ জন আহত হয়েছেন বলে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রাথমিক হিসাবে জানা গেছে।

মানবিক বিপর্যয় ও সংকট

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার, নঙ্গারহার, লাঘমান, নুরিস্তান ও পানশির প্রদেশ। হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়েছে, অন্তত ৫,৪০০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত: অনেক দুর্গম এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় নিখোঁজদের সন্ধান পেতে বেগ পেতে হচ্ছে।

  • পানি ও খাদ্য সংকট: বিশুদ্ধ পানির মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। অনেক এলাকায় পানির লাইন ভেঙে গেছে, কূপ ও টিউবওয়েল ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

  • স্বাস্থ্যসেবা বিপর্যয়: স্থানীয় হাসপাতালগুলোতে জায়গার অভাব, ওষুধ ও রক্তের ঘাটতি প্রকট হয়ে উঠেছে। অনেক আহতকে খোলা আকাশের নিচে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক সহায়তা

ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তানের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা—

  • চীন জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

  • ভারত ইতোমধ্যে ২১ টন মানবিক সহায়তা কাবুলে পৌঁছে দিয়েছে।

  • ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও সংযুক্ত আরব আমিরাত (UAE) নগদ অর্থ ও খাদ্যসহায়তার ঘোষণা দিয়েছে।

  • জাতিসংঘ (UN) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আফগানিস্তানের জন্য জরুরি সহায়তা তহবিল গঠন করেছে।

দুই দফা ভূমিকম্পে সারা আফগানিস্তান এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকারী দল দুর্গম অঞ্চলে পৌঁছাতে হিমশিম খাচ্ছে। বিশুদ্ধ পানি, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এত বিশাল যে তা মোকাবিলা করতে দীর্ঘ সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


এ জাতীয় আরো খবর...