রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

ভারতে বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ৩০ জনের

নিজস্ব প্রতিবেদক / ২৭ বার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ৩০ জনের। বন্যাকবলিত তিন লাখ ৫৪ হাজারের বেশি মানুষ। বন্যার কবলে ২৩ জেলার সবগুলো, জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের প্রায় সব নদী ও বাঁধে পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ার পরই দেখা দেয় তীব্র বন্যা পরিস্থিতি। নিম্ন-উপকূলীয় ও বন্যাকবলিত এলাকা থেকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে প্রায় ২০ হাজার মানুষকে। তাদের সাহায্যে নির্মাণ করা হয়েছে কয়েক শ’ অস্থায়ী আশ্রয়কেন্দ্র।

১৯৮৮ সালের পর অন্যতম ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাঞ্জাব, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজ্যের বাসিন্দাদের সহযোগিতায় পুরো ভারতকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। ভারতের ‘রুটির ঝুড়ি’ খ্যাত পাঞ্জাবে চলমান বন্যায় প্রায় দেড় লাখ হেক্টর কৃষি জমি তলিয়ে গেছে।


এ জাতীয় আরো খবর...