ফ্রান্সের পার্লামেন্টে পাশ হওয়া নতুন ও বিতর্কিত অভিবাসন আইনটি এখনও দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম দিয়ে চলেছে। প্রাথমিক গণবিক্ষোভের তীব্রতা কিছুটা কমে এলেও, আইনের বিরুদ্ধে প্রতিবাদ এখন আইনি এবং রাজনৈতিক অঙ্গনে স্থানান্তরিত হয়েছে।
আইনটি পাশ হওয়ার পর থেকে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বিরোধী দলগুলো এটিকে ‘অমানবিক’ ও ‘গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী’ আখ্যা দিয়েছে। তারা আইনটি বাতিলের জন্য দেশটির সর্বোচ্চ আদালতে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে। পাশাপাশি, ছোট ছোট গোষ্ঠী ও শ্রমিক ইউনিয়নগুলো রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে প্রতীকী বিক্ষোভ অব্যাহত রেখেছে, যাতে সরকারের ওপর চাপ বজায় থাকে।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকার এই আইনকে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য জরুরি বলে মনে করে। তবে, সমালোচকরা বলছেন যে এই আইন সমাজকে বিভক্ত করছে এবং অভিবাসীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করছে। ফলে, এই আইন কার্যকর করার প্রক্রিয়াটি সরকারের জন্য সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে।