টাঙ্গাইলে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার সখীপুরে দলটির বর্ধিত সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। তখন গরমের কারণে কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন। পরে বক্তব্য শেষ করে দলের নেতাকর্মীরা তাকে সখীপুরের বাসায় নিয়ে যান। খবর পেয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজন চিকিৎসক তার বাড়িতে যান। চিকিৎসকেরা কাদের সিদ্দিকীকে দেখে সুস্থ আছেন বলে জানান। কাদের সিদ্দিকী এখন নিজ বাসায় বিশ্রাম নিচ্ছেন।
এর আগে, কাদের সিদ্দিকী বলেছেন, আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধু ও বাংলাদেশ চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান অসুবিধা নাই। আর যদি বঙ্গবন্ধু,স্বাধীনতা ও বাংলাদেশ এটা বিশ্বাস করে রাজনীতি করেন আমরা তাদের সঙ্গে আছি।
কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেমন গালি দেওয়া হয়। জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমানকে নিয়ে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ। কিন্তু মুক্তিযোদ্ধা সম্পর্কে, তার সম্পর্কে আমার বিন্দু মাত্র কোনো রকম সন্দেহ নাই। জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমি যদি ওই কালুরঘাট বেতরে বক্তৃতা করতাম তাও আমি জিয়াউর রহমানের সমান হতাম না।
কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা যতদিন ছিল, তারেক রহমানের একটা কথাও আমার পছন্দ হইতো না। শেখ হাসিনা যাওয়ার পরে তারেক রহমানের একটা কথাও আমি অপছন্দ করতে পারতেছিনা। সবই পছন্দ হয়, আমি কী করুমু?
কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব,যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর প্রমুখ।