শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

পাকিস্তানে খেলা চলাকালিন সময়ে মাঠে বোমা হামলা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক / ১২ বার
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি ক্রিকেট ম্যাচ চলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবারের (৬ সেপ্টেম্বর) এ ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক খার তহসিলের কাউসার ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের (আইডি) মাধ্যমে করা হয়। পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে ওইদিনই, সন্ত্রাসীরা জেলার লোই মামুন্ড তহসিলের লাঘারি এলাকায় একটি কোয়াডকপ্টারের মাধ্যমে একটি থানায় আক্রমণ করলে একজন পুলিশ কর্মকর্তাসহ দুইজন আহত হন। সূত্র জানিয়েছে, হামলায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাবিব এবং বেসামরিক নাগরিক নাজিব খান আহত হন।

জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা ইসরার খান ডনকে জানান, আহতদের তাৎক্ষণিকভাবে খারের জেলা সদর দপ্তর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা একটি কোয়াডকপ্টারের মাধ্যমে থানায় আরেকটি আক্রমণ চালায় কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে ডনের প্রতিবেদনে বলা হয়, কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কয়েক সপ্তাহ আগে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অপারেশন সারবাকাফের শুরু করে নিরাপত্তা বাহিনী। এরই ধারাবাহিকতায় পাল্টা প্রতিশোধ হিসেবে এ হামলা হতে পারে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

 


এ জাতীয় আরো খবর...