শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

হামাসকে ‘শেষবারের মতো সতর্ক’ করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ২১ বার
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
trump

ইসরাইল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে দাবি করে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৭ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরাইলিরা আমার শর্ত মেনে নিয়েছে, এখন হামাসেরও এটা মেনে নেয়া উচিত। এটিই হামাসের জন্য শেষ সতর্কবার্তা। শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে।’

ট্রাম্পের এই সতর্কবার্তার পর এক বিবৃতিতে হামাস বলেছে,গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব পেয়েছে।
 
গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা প্রস্তাবটি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে আর বিস্তারতি কিছু জানায়নি।হামাস জানায়, যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিনিময়ে তারা যেকোনো উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত।
নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। রোববার  উপাত্যকার আল-রুয়া টাওয়ারে ভয়াবহ বিমান হামলায় মুহূর্তেই ধসে পড়ে সাততলা ভবন। এ হামলায় হতাহত হন বেশ কয়েকজন।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, বহুতল ভবনগুলো হামাস ব্যবহার করছিল সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডে। হামলার আগে সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে বলেও দাবি তাদের।
 
শুধু আল-রুয়া নয়, গাজার আল-জাজিরা ক্লাবেও একইদিনে বিমান হামলা চালায় ইসরাইল। ভবনের ভেতরে ও পাশে তাঁবুতে থাকছিল শতাধিক বাস্তুচ্যুত মানুষ। মুহূর্তেই ধসে পড়ে আশ্রয়কেন্দ্র, আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কোথায় থাকবেন তা তারা জানেন না। সাইরাত শিবিরেও ইসরাইলি ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন।


এ জাতীয় আরো খবর...