শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

নেপালে মন্ত্রীদের হেলিকপ্টারে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক / ২৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করায় নেপালের সেনাবাহিনী মন্ত্রিসভার সদস্যদের হেলিকপ্টারে করে ভাইজেপাতি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা মন্ত্রীদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পর এ পদক্ষেপ নেয় সেনারা। তবে তাদের কোথায় নেয়া হচ্ছে, তা স্পষ্ট করা হয়নি।

এছাড়া পার্লামেন্ট ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা।

এদিকে, জেন-জিদের আন্দোলন ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। টানা দুইদিনের বিক্ষোভের মুখে পদ থেকে সরে গেলেন তিনি। পদত্যাগপত্রে ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানই এখন প্রয়োজন।’

এর আগে, দেশটির সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানায়। এদিকে গুরুতর পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত শঙ্কার কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গতকাল (সোমবার, ৮ সেপ্টেম্বর) নেপালের সংসদ ভবনে প্রবেশের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভরত তরুণদের সংঘর্ষ হয়। এতে ২০ জন নিহত এবং শতাধিকের বেশি আহত হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার।


এ জাতীয় আরো খবর...