জোর করে ভালোবাসা কিংবা ভোট গ্রহণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. মো. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কাগজিরপুল এলাকায় ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, যাকে ইচ্ছা তাকে ভালোবাসবেন। ভালোবাসা কোনোভাবেই জোর করে নেওয়া যায় না। বর্তমান প্রজন্মকে বাধা দিলে তারা মুহূর্তেই প্রতিক্রিয়া জানায়। মানুষের মনের ভোট কখনও জোর করে নেওয়া সম্ভব নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, যারা জোর করেছে তাদের তরুণ প্রজন্ম প্রত্যাখ্যান করেছে। বিনয় ও সহমর্মিতাকেই বিজয়ী করেছে। আগামী দিনেও শক্তি নয়, বিনয় এবং ভালোবাসা বিজয়ী হবে।
তিনি আরও বলেন, শক্তির জোরে মানুষকে দমনের যুগ শেষ। ফেরাউন, নমরুদ কিংবা আবু জাহেল টিকতে পারেনি। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসকও টিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও নতুন কোনো নব্য ফ্যাসিস্টকে জনগণ মেনে নেবে না।
অনুষ্ঠানে ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ারের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।