জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পুরোদমে চলছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান আশা করছেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার মধ্যে চূড়ান্ত ফল ঘোষণা করা সম্ভব হবে।
গণমাধ্যমকে তিনি জানান, দুপুর আড়াইটার মধ্যে ভোট গণনা শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে ফল ঘোষণা করা হবে।
নির্বাচন বর্জন ও পদত্যাগের বিষয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
কিছু প্রার্থীর নির্বাচন বর্জনের বিষয়ে অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “যারা বর্জন করেছেন সেখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এটি তাদের গণতান্ত্রিক অধিকার। কেউ গ্রহণ করতে পারেন, আবার কেউ বর্জনও করতে পারেন।”
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের পদত্যাগের বিষয়ে তিনি জানান, এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা পড়েনি, তাই এ বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
ভোটের হার ও বর্তমান অবস্থা
জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন, যার মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৭টির ভোট গণনা শেষ হয়েছে। বাকি চারটি হলের (মওলানা ভাসানী হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও শহীদ তাজউদ্দীন আহমদ হল) ভোট গণনা চলছে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।
নির্বাচন কমিশন জানিয়েছে, লাভ-লোকসান না দেখে জাকসুর বিধিমালা অনুযায়ীই তারা কাজ করছেন। ভোট গণনা শেষ হওয়ার সুনির্দিষ্ট সময় নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, নির্বাচন কমিশন দ্রুত ফল প্রকাশের চেষ্টা করছে। এটি তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে।