গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পর সরকার কেবল কথার মাধ্যমে দায়সারা আচরণ করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনসাধারণের চিন্তা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়নি, হাসিনার পতন হয়েছে। সব পর্যায়ে তার ফ্যাসিবাদ নানান রূপে এখনো রয়েছে। হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের সক্ষমতায় আমরা সন্দিহান।’
আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলগুলো উল্লেখ করে তিনি বলেন, ‘লন্ডনে তথ্য উপদেষ্টার ওপর হামলা হয়েছে। যারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে তাদের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সরকার চাইছে কেবল কথায় নিজেদের দায়িত্ব শেষ করতে। তবে বর্তমান সময়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনর্গঠন জরুরি, এর কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে অবিশ্বাসের মাত্রা বাড়ছে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান তুলে ধরলেও এখনকার পরিস্থিতিতে জনগণ একটি বৃহত্তর জাতীয় ঐক্যের প্রত্যাশা করছে। একক ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা দেশে সংঘাত বাড়িয়ে তুলতে পারে।’