মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির

নিজস্ব প্রতিবেদক / ১০০ বার
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নেবেন তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত জিতু বলেন, ‘আমরা অতীতে দেখেছি, রাজনৈতিক দলের প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনায় কীভাবে নেতিবাচক প্রভাব ফেলে। আমরা চাই একটি নিরাপদ, একাডেমিকভাবে উপযোগী এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে। সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব।’

তিনি বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি ছিল, সেই অধিকার থেকে আমরা অনেক দিন বঞ্চিত ছিলাম। ৫ আগস্টের পর আমরা রাজপথে নেমেছিলাম সেই অধিকার পুনরুদ্ধারে। আজকের নির্বাচনের ফলাফল ঘোষণার মাধ্যমে মনে হচ্ছে, সেই অধিকার আমরা ফিরে পেয়েছি। গত ৩৩ বছর শিক্ষার্থীরা যে সুযোগ থেকে বঞ্চিত ছিল, সেটি ফিরে পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাকসু বাস্তবায়নের জন্য আমরা অনেক দিন ধরে আন্দোলন করে আসছি। ২০১৩ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ২০১৯ সালে ডাকসু নির্বাচন হলেও জাকসু তখনও অনুষ্ঠিত হয়নি। সে সময়ের সরকারও এই দাবি বাস্তবায়নে আগ্রহ দেখায়নি।’

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জিতু জানান, ‘বিভিন্ন প্যানেল থেকে এবার নেতৃত্বে নির্বাচিত হয়েছেন অনেকে। এমনকি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীও জয় পেয়েছেন। আমি সবার সঙ্গে নিয়ে দল-মত নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই।’

ইশতেহার বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিইনি। আমাদের ইশতেহার মূলত শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও প্রয়োজনের প্রতিফলন। আমাদের প্রথম লক্ষ্য হবে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করা, যা তারা দীর্ঘদিন ধরে পায়নি।’

উল্লেখ্য, আজ সন্ধ্যার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। অপরদিকে, জিএস পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হন।


এ জাতীয় আরো খবর...