শিরোনামঃ
‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার ক্রিকেটাররা পক্ষপাতিত্ব করে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন: উপদেষ্টা আসিফ ৭ অক্টোবরের হামলার স্মরণে নেতানিয়াহুর আবেগঘন বার্তা পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে শীর্ষ অগ্রাধিকারে রয়েছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশ আর স্বৈরশাসনের পথে ফিরবে না: ইউনূস দুর্নীতির উদ্দেশে নেওয়া প্রকল্প অর্থনীতির ওপর চাপ বাড়ায় দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন ট্রাম্প ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান, বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য শুরুর সাথে সাথে খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

মাঠে গাভির দুধ পান করল দুধরাজ সাপ, দেখল সবাই

নিজস্ব প্রতিবেদক / ১২ বার
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার ধামরাইয়ে কৃষি জমিতে একটি গাভির দুধ পান করল দুধরাজ সাপ। সোমবার দুপুরে রোয়াইল ইউনিয়নের দোদিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। কিছুটা দূরে দাঁড়িয়ে অনেকেই দেখল এ বিরল ঘটনা।

জানা গেছে, ওই এলাকার গৌরাঙ্গ দাসের গাভিটি কৃষি জমিতে ছেড়ে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে গাভিটি ঘাস খেয়ে ওই মাঠে ঘুমিয়ে পড়ে। এ সময় জঙ্গলের ভেতর থেকে একটি সাপ বের হয়ে ওই গাভিটির দুধ পান করতে থাকে। বিষয়টি পথচারী ও এলাকাবাসীর নজরে এলে তারা কৌতূহলের দৃষ্টিতে বিষয়টি অবলোকন করতে থাকেন দীর্ঘ সময় ধরে।

 

দুধরাজ সাপের গাভির দুধপানের দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেন উৎসুক জনতা। এরপর বিষয়টি গাভির মালিক গৌরাঙ্গ চন্দ্র দাসকে অবহিত করা হয়। তিনি সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের সিংগাইর এলাকার কবিরাজ জয়ন্ত শীলের দ্বারস্থ হন। তিনি গাভির গলায় পরিয়ে দেওয়ার জন্য চামড়া ও লাল নীল সুতা পরে দেন। সেইসঙ্গে গোশালার ভেতরে মন্ত্র পড়া পানি ছিটিয়ে দেন ওই কবিরাজ জিতু শীল।

 

এ ব্যাপারে কবিরাজ জিতু সিং বলেন, এরূপ বহু গাভির সাপে দুধপান করা আমি বন্ধ করে দিয়েছি। আশা করি এই গাভির দুধ আর পান করবে না কোনো সাপ। সাপের দুধ পান বন্ধ করার জন্য যা যা করা দরকার তা আমি সবকিছুই করে দিয়েছি। এখন আর এ ব্যাপারে কোনো চিন্তাভাবনা নেই।

 

গাভির মালিক গৌরাঙ্গ শীল বলেন, আমি সরল বিশ্বাসে ঘাস খাওয়ানোর জন্য গাভিটি কৃষি মাঠে বেঁধে রেখে আসি। এদিকে দুধরাজ সাপ আমার গাভিটির দুধপান করেছে বিষয়টি খুবই দুশ্চিন্তার। তাই আমি দ্রুত ওই কবিরাজ জিতু শিলের কাছে যাই।


এ জাতীয় আরো খবর...