মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক / ৩৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে শুরু হওয়া কর্মসূচি চলবে দুপুর একটা পর্যন্ত। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় চারটি আসন পুনর্বহালের দাবি জানান তারা। এ নিয়ে সোমবার উচ্চ আদালতে রিট করা হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা।

উল্লেখ্য, আসন পুনর্বহালের দাবিতে বেশ কিছু দিন ধরেই হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি।


এ জাতীয় আরো খবর...