মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

৩১ দলের মধ্যে ২৬টি পিআরের পক্ষে: জামায়াত নেতা তাহের

নিজস্ব প্রতিবেদক / ২৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বর্তমানে ৩১টি দলের মধ্যে ২৬টি পিআরের পক্ষে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, এর মধ্যে কিছু দল উচ্চকক্ষে পিআর চাচ্ছে, আর কিছুু দল নিম্নকক্ষে। আবার কিছু দল উভয়কক্ষে পিআর চাচ্ছে। আর জায়ামাতে ইসলামী উভয়কক্ষে পিআর চাচ্ছে। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শেষে তিনি এসব কথা জানান।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বর্তমান দেশের পরিস্থিতি, সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্রি ফেয়ার নির্বাচন হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকবদ্ধভাবে কাজ করার বিষয়ে আন্তরিক তা জানিয়েছি।’

তিনি বলেন, ‘চলমান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, বাস্তবায়ন নিয়ে দ্বিমত আছে সেসব নিয়ে আলোচনা হয়েছে।’

ছাত্রসংসদ নির্বাচন স্বচ্ছ হয়েছে উল্লেখ করে তা মেনে না নেয়ার প্রবণতা প্রসঙ্গে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি পরিবর্তন করা জরুরি। রাজনৈতিক দলগুলোর মানসিকতা পরিবর্তন হয়নি, তার প্রমাণ ডাকসু-জাকসু নির্বাচন।’

তিনি বলেন, ‘পিআর নিয়ে ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিনিধিদল অ্যাপ্রিসিয়েট করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।’

জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘ঐকমত্যে কমিশনের মেয়াদ বাড়লেই যে ঐকমত্য হবে তা মনে করি না, অনৈক্যর বিষয়গুলো এক ঘণ্টার বৈঠকেই সম্ভব। ঐকমত্য কমিশনের বৈঠকগুলো সময়ক্ষেপণের উপলক্ষ্য কি না তাই প্রশ্ন দেখা দিয়েছে। আলোচনার টেবিলে সমাধান সম্ভব হলেও সেখানে দলগুলোর আন্তরিকতা প্রয়োজন।’


এ জাতীয় আরো খবর...