এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ। জিতলে টিকে থাকবে আশা, হারলেই বিদায় – কার্যত বাঁচা-মরার এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যখন আফগানিস্তান, ভয়টা কিছুটা ছিলই। তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ছড়ি ঘুরানো রশিদ খানদের বিপক্ষে শুরু থেকেই দাপট বজায় রেখেছে টাইগাররা।
ব্যাট হাতে শুরুর ঝলক শেষ দিকে মিলিয়ে গেলেও বল হাতে আগুনে শুরু এনে দেন নাসুম-রিশাদরা। আর তাতে বিদেশের মাটিতে আফগানদের প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারাল লাল-সবুজের দল।
টস জিতে বাংলাদেশ দল প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলতে সক্ষম হয়।
জবাবে আফগানিস্তান শুরু থেকেই ভালো করতে পারেনি। তারা ২০ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৬ রান করে।
ফলে বাংলাদেশ দল ৮ রানে জয়লাভ করে।