মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

ইয়েমেনে ইসরায়েলের হামলা, নিহত চব্বিশের বেশী

নিজস্ব প্রতিবেদক / ৬৪ বার
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েল ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী হুদায়দা বন্দরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। হুতি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের দাবি, এসব হামলা হুতিদের সামরিক কার্যক্রমের জবাব হিসেবে চালানো হয়েছে। তবে এতে ২৪ জনের বেশী বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

আল মাসিরাহর তথ্যমতে, মঙ্গলবার হুদায়দা বন্দরে মোট ১২ দফা বিমান হামলা চালানো হয়। হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর মোকাবিলা করছে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী বন্দরের মানুষজনকে খালি করার সতর্কতা জারি করে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাঈ এক্স-এ লিখেছেন, “আপনাদের নিরাপত্তার জন্য আমরা হুদায়দা বন্দর এবং সেখানে নোঙর করা জাহাজগুলোর সবাইকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বন্দরের দুটি সূত্র জানায়, হামলার লক্ষ্য ছিল তিনটি ডক, যেগুলো আগের ইসরায়েলি হামলার পর মেরামত করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, হামলাটি প্রায় ১০ মিনিট স্থায়ী হয়। পরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, “হুতিরা যদি ইসরায়েলে হামলা চালায়, তবে তাদের কঠিন মূল্য দিতে হবে।”

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ইয়েমেনের হুতিরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তারা লোহিত সাগরের জাহাজকেও লক্ষ্য করছে। মঙ্গলবার ইসরায়েলি সেনারা দাবি করে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, যার পর পশ্চিম জেরুজালেমে সাইরেন বাজতে থাকে। এর জবাবে ইসরায়েল হুতিদের নিয়ন্ত্রিত বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও বেসামরিক এলাকায় হামলা চালায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। গত রবিবার হুতিরা ইসরায়েলের ইলাত শহরের কাছে রামোন বিমানবন্দরে ড্রোন হামলার দায় স্বীকার করে, যাতে দুজন আহত হন এবং বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। গত বুধবার ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ গভর্নরেটে বহু মানুষ নিহত হন। মঙ্গলবার শত শত মানুষ সেই হামলায় নিহত ৩১ জন সাংবাদিকের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়।

এছাড়া গত মাসের শেষ দিকে ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হন, সঙ্গে প্রাণ হারান তার মন্ত্রিসভার অর্ধেক সদস্য। এরপর থেকেই হুতিরা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় এবং নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে।


এ জাতীয় আরো খবর...