যুক্তরাষ্ট্রে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনায় সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন ও বেইজিং। গত ১৫ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, স্পেনের মাদ্রিদে বাণিজ্য আলোচনার সময় টিকটকের মার্কিন কার্যক্রমবিষয়ক চুক্তির রূপরেখা তৈরি হয়।
এ চুক্তির মধ্য দিয়ে টিকটকের মার্কিন অংশের মালিকানা বিক্রির পথ সুগম হবে বলে মত তার।
আসছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানায় হোয়াইট হাউস। দু’দেশের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চীনের বাসিন্দারা।