ব্রিটেন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আতিথেয়তা দেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) উইন্ডসর ক্যাসেলে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ব্রিটিশ রাজপরিবারের ঐতিহাসিক এই প্রাসাদে লালগালিচা অভ্যর্থনা, প্রহরী বাহিনীর আনুষ্ঠানিক সালাম এবং সৌজন্য সাক্ষাৎ ছিল সফরের প্রধান আকর্ষণ।
রানীর সঙ্গে একান্ত আলোচনায় অংশ নেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই সফরকে কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হলেও, লন্ডনজুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ।
শহরের বিভিন্ন সড়কে হাজারো মানুষ ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার হাতে রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা ট্রাম্পবিরোধী স্লোগান দিতে থাকেন। লন্ডনের আকাশে দেখা যায় বিশাল “ট্রাম্প বেবি ব্লিম্প”—ডোনাল্ড ট্রাম্পকে শিশুর মতো বেলুন আকারে বিদ্রূপ করার দৃশ্য। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিবাসন নীতি, নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য এবং বৈশ্বিক কূটনীতিতে ট্রাম্পের অবস্থান যুক্তরাজ্যের জনগণের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
ব্রিটিশ প্রধানমন্ত্রীের সঙ্গে বৈঠকের পরও ট্রাম্পের মন্তব্যগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে সমালোচনা বাড়ছে। তবে রানীর আতিথেয়তা ও রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের প্রতীকী প্রদর্শন ঘটেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।