মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

ব্রিটেনে বিক্ষোভকারীদের স্লোগান: ‘বর্ণবাদের না, ট্রাম্পেরও না’

রেজওয়ান করিম / ৪০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ব্রিটেনের রাজধানী লন্ডনসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছেন। প্রতিবাদকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন— “No to racism, no to Trump”

মানবাধিকার সংগঠন, ছাত্র-যুবক এবং সাধারণ মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি, ট্রাম্পের রাজনৈতিক আদর্শ শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বজুড়েই বর্ণবাদ ও বিভাজনকে উসকে দিয়েছে। এজন্য তাকে ইউরোপে স্বাগত জানানো উচিত নয়।

আয়োজকরা জানান, এই আন্দোলনের মূল লক্ষ্য হলো সমাজে সমতা, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধকে ধরে রাখা। তারা সরকারের কাছেও আহ্বান জানিয়েছেন, ট্রাম্পকে যেন আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি বা মঞ্চ প্রদান না করা হয়।
বিশ্লেষকরা বলছেন, ব্রিটিশ সমাজে বহুজাতি ও বহু সংস্কৃতির সহাবস্থান বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের আন্দোলন নতুন দৃষ্টান্ত তৈরি করবে।


এ জাতীয় আরো খবর...