মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও সুষ্ঠু ও ভালোভাবে হবে বলে আশাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগ নেই বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, জাকসুর অভিজ্ঞতায় দেখা গেছে হাতে গননায় সময় লাগে। তাই ওএমআর পদ্ধতিতে নির্বাচনের ফলাফল গণনার বিষয়ে সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালগুলো।

উপদেষ্টা আরও বলেন, ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা পরবর্তী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোয় কাজে লাগানো হবে। এসব ভোটের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, রাকসু ও চাকসু নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আছে। ভালো নির্বাচন হবে বলেই তার প্রত্যাশা।


এ জাতীয় আরো খবর...