মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন

ভাইরাল হেয়ারকাট আপনাকে পাল্টে দেবে মুহূর্তেই

নিজস্ব প্রতিবেদক / ১০১ বার
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

পুজো মানে তো শুধু নতুন জামা নয়, সেই সঙ্গে নতুন চুলের কায়দাও বটে। চমকে দেওয়া হেয়ারকাট উৎসব সাজে আলাদা মাত্রা এনে দিতে পারে নিমেষেই। ভাইরাল হওয়া কোন হেয়ারকাটগুলো এখন ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছে। পার্লারে ছোটার আগে তাই বরং জেনে নিন

এ বছর চুলের ফ্যাশনে যে ছাঁটগুলো ইতিমধ্যেই ভাইরাল-

১.বাটারফ্লাই কাট: লম্বা লেয়ারের সঙ্গে সামনের দিকটা হালকা এবং ছোট করে কাটা। ফলে মুখের গঠন ভরাট এবং সুন্দর দেখায়।

২.জেলিফিশ কাট: উপরে ছোট আর নীচে লম্বা লেয়ার কাট। টিকটক ও ইনস্টাগ্রামে খুব জনপ্রিয়।

৩. ফ্রেঞ্চ বব: ছোট, ব্লান্ট কাট বব, ভীষণ রকম কেতাদুরস্ত এবং অভিজাত লুক।

৪.বোহো লব: ঢেউ খেলানো, নরম ও সহজ স্বাভাবিক লুক।

৫.টর্ন ব্যাংস: সামনে এলোমেলো ফ্রিঞ্জ, খুব ক্যাজুয়াল দেখায়।

৬.মডার্ন র‍্যাচেল কাট: জেনিফার এনিস্টনের সেই আইকনিক কাটের নতুন সংস্করণ।

অর্থাৎ, এক দিকে যখন ক্লাসিক বব ও লেয়ার্স ফিরছে, অন্য দিকে দুনিয়া কাঁপাচ্ছে এক্সপেরিমেন্টাল জেলিফিশ বা বাটারফ্লাই কাট। হরেক রকম নতুন চুলের কায়দায় এখন নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলছে সকলেই। আপনিও চাইলে এমনই কোনও চমকদার চুলের ছাঁটে নজর কাড়তেই পারেন।


এ জাতীয় আরো খবর...