রাজধানী ঢাকায় সোমবার ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। অল্প সময়ের প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় সড়ক ডুবে গেছে পানিতে, ফলে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
সকালে অফিসগামী মানুষ ও স্কুলের শিক্ষার্থীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। ঢাকার মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ধানমন্ডি, শেওড়াপাড়া, আগারগাঁও, মিরপুর, রামপুরা, বনশ্রী, সায়েদাবাদ, গ্রিনরোড, নিউমার্কেট, আসাদগেট এবং জিগাতলাসহ বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে থাকতে দেখা যায়।
প্রচণ্ড যানজটের কারণে অনেক অফিসপথের যাত্রীকে রিকশা কিংবা হেঁটে যেতে হয়েছে গন্তব্যে। সড়কে দীর্ঘ যানজটে আটকে থেকেও সময়মতো কাজে পৌঁছাতে পারেননি অনেকে।
এদিকে, বৃষ্টির কারণে রাজধানীর অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, অল্প সময়ের বৃষ্টিতেই বারবার একই চিত্র দেখা দেয়। ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় এই ভোগান্তি থেকে মুক্তি মিলছে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শুধু ঢাকা নয়, উপকূলীয় অঞ্চলসহ দেশের সর্বত্রই বৃষ্টিপাত হচ্ছে।
নগরবাসীর আশঙ্কা, এভাবে বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।