শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

রাবিতে চলছে ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৪৭ বার
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় শিক্ষককে ‘লাঞ্ছনার’ অভিযোগ তুলে জড়িতদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই ক্লাস পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বর্জন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ছাত্রনামক কতিপয় সন্ত্রাসী শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলা করেছে। যে ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনও হয়েছে বলে মনে হয় না। শিক্ষকদের ওপর অত্যন্ত সুপরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে হামলা হয়েছে। এই ন্যাক্কারজনক হামলায় জরিত ছাত্রনামক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যতদিন শাস্তি দৃশ্যমান না হবে ততদিন আন্দোলন চলবে।

মানববন্ধনে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তিনটি দাবি হলো- 

১. চিহ্নিত এই সন্ত্রাসীদের স্থায়ী বহিষ্কার করতে হবে।

২. যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ বাতিল করতে হবে।

৩. যারা রাকসু নির্বাচনে প্রার্থী আছে তাদের প্রার্থীতা বাতিল করতে হবে।

কর্মসূচিতে ইউনির্ভাসিটি টিচার্চ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, সালাহউদ্দিন আম্মার (পোষ্যকোটা বিরোধী আন্দোলনের নেতা) এবং তার সহযোগীরা এই বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার নীলনকশা নিয়ে মাঠে নেমেছে। এই আম্মার এমন এক বেয়াদব এবং সন্ত্রাসী যে হাতে পিস্তল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে। শনিবার এই সন্ত্রাসীরা শিক্ষকদের যেভাবে লাঞ্চিত করেছে, আমরা যদি এর সুষ্ঠু বিচার না করতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদেরও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ছাত্রনামক কতিপয় সন্ত্রাসী শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলা করেছে। গত ৯ মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রহসনের অনেক তদন্ত কমিটি গঠন করেছে। যার একটিও আলোর মুখ দেখেনি। তাই আমরা আর ঐ সিদ্ধান্তে আর ক্ষান্ত হচ্ছি না। শিক্ষকদের উপর হামলার সাথে জরিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখেই আমরা ক্ষান্ত হবো।

হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক দিল-আরা হোসেন বলেন, শিক্ষকদের ওপর হামলার মতো যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো হয়েছে বলে মনে হয় না। শিক্ষক লাঞ্ছনার এই ঘটনা ছাত্র নামে কিছু অছাত্র কীভাবে করতে পারে তা আমাদের মাথায় ঢোকে না। আমার সহকর্মী অধ্যাপক মাঈন উদ্দীন একজন সহনশীল লোক। যার প্রমাণ আমরা গতদিন দেখেছি। তার ওপর হামলাটি অত্যন্ত সুপরিকল্পিত। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কায়দা করে তার ওপর হামলা করা হয়েছে। আমি তার বিভাগের সভাপতি হিসেবে এইসব ছাত্রনামক সন্ত্রাসীদের শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ আছে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক সকল কার্যক্রম। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্যাম্পাস বেশ ফাকাঁ, শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

এর আগে, পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট মিটিং শেষে পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সাথে গত শনিবারের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কর্মকর্তা-কর্মচারীরা।


এ জাতীয় আরো খবর...