মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

ইসরায়েলের হামলায় গাজার ২ হাসপাতাল বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ২২ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় স্বাস্থ্যসেবা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। তীব্র বোমা হামলা ও ধ্বংসযজ্ঞের কারণে গাজার একমাত্র শিশু হাসপাতাল আল-রানতিসি এবং একটি বিশেষায়িত চোখের হাসপাতাল পুরোপুরি সেবা বন্ধ ঘোষণা করেছে।

আল-রানতিসি শিশু হাসপাতালটি কয়েকদিন আগেই সরাসরি হামলার শিকার হয়, যার ফলে ভবনের বড় অংশ ধ্বংস হয়ে যায়। এর ফলে শিশুরোগীদের চিকিৎসা একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। একইসঙ্গে চোখের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ স্ট জন হাসপাতালও নিরাপত্তাহীনতা ও অবকাঠামোগত ক্ষতির কারণে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ দুটি হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার ফলে অসংখ্য শিশু, রোগী ও আহত মানুষ চিকিৎসা পাওয়ার সুযোগ হারিয়েছে। গাজার মানুষ এখন সামান্য চিকিৎসার জন্যও হাহাকার করছে। অনেক রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হলেও পর্যাপ্ত সুযোগ না থাকায় বিপুল চাপ তৈরি হয়েছে অবশিষ্ট কয়েকটি চিকিৎসা কেন্দ্রে।

গাজা উপত্যকার চিকিৎসা অবকাঠামো দীর্ঘদিন ধরেই মারাত্মক চাপে আছে। একের পর এক হামলায় হাসপাতাল, ক্লিনিক ও জরুরি সেবাদান কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাস্থ্যসেবা প্রায় অচল অবস্থায় নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পদক্ষেপ ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়।


এ জাতীয় আরো খবর...