ডিজিটাল অর্থনীতি ও পুঁজিবাজারকে আধুনিকায়ন করতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথভাবে গঠন করেছে একটি নতুন টাস্কফোর্স, যার নাম “Transatlantic Taskforce for Markets of the Future”।
এই উদ্যোগের মাধ্যমে দুই দেশ ভবিষ্যতের বাজার ব্যবস্থা ও ডিজিটাল সম্পদকে ঘিরে একক কাঠামো দাঁড় করানোর চেষ্টা করবে। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি, স্টেবলকয়েন, ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং পুঁজিবাজারের বিভিন্ন অংশকে আরও নিরাপদ, স্বচ্ছ ও সহজতর করার দিকে নজর দেওয়া হবে।
টাস্কফোর্সের কাজ হবে আইন ও নীতিমালার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা কমিয়ে আনা। ফলে দুই দেশের ব্যবসা ও বিনিয়োগকারীরা সহজে সীমান্ত পার হয়ে পুঁজি বিনিয়োগ ও উত্তোলন করতে পারবে। এটি আন্তর্জাতিক পর্যায়ে বাজারের প্রতি আস্থা বাড়াবে এবং একইসঙ্গে নতুন প্রযুক্তি গ্রহণে দেশগুলো আরও অগ্রগামী ভূমিকা রাখতে পারবে।
অর্থনীতিবিদরা মনে করছেন, এই উদ্যোগ বিশ্ব অর্থনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। কারণ বর্তমানে ক্রিপ্টো ও ডিজিটাল সম্পদের ক্ষেত্রে কোনো সমন্বিত নিয়মনীতি না থাকায় বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় ভুগছেন। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগ সেই অনিশ্চয়তা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।