মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

গাজামুখী বৈশ্বিক সাহায্য বহরের কাছে ইসরায়েলের হানা

নিজস্ব প্রতিবেদক / ৮০ বার
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক সাহায্যকারী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নিকটবর্তী সমুদ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ইসরায়েলি ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে, যা ফ্লোটিলাকে ঘিরে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

টিউনিসিয়া ও গ্রীসসহ বিভিন্ন দেশ থেকে যাত্রা শুরু করা এই ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ বর্তমানে গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে লাইভ ট্র্যাকার সূত্রে জানা গেছে। যাত্রাপথে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফ্লোটিলার কর্মীরা জানিয়েছেন, তাদের জাহাজের মেরিন ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) রেডিও সিস্টেমে জ্যামিং বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

নৌবহরে থাকা কর্মীরা মনে করছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ভয় দেখিয়ে তাদের “মানসিকভাবে দুর্বল” করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র স্বেচ্ছাসেবীরা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েল এবং তার সহযোগীদের তীব্র সমালোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়, “গাজার জনগণের ওপর চলমান গণহত্যা ও খাদ্যাভাবের যন্ত্রণাকে দীর্ঘায়িত করার জন্য ইসরায়েল ও তার মিত্ররা সব সীমা অতিক্রম করছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, যাত্রাপথে একবার নয়, বরং বারবার আকাশে ড্রোন দেখা গেছে। ইসরায়েলের আরোপিত অবরোধ ভেঙে গাজার নিপীড়িত মানুষের কাছে ত্রাণ বিতরণই এই ফ্লোটিলার মূল লক্ষ্য। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তারা যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by CODEPINK (@codepinkalert)


এ জাতীয় আরো খবর...