শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

ক্যাটরিনার মত ত্বক পেতে চাইলে যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক / ৬৫ বার
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

তারকাদের সদা উজ্জ্বল ত্বক দেখলে বিস্ময় বোধ হয়? প্রশ্ন জাগে, নামী-দামি প্রসাধনী, ট্রিটমেন্টেই কি একমাত্র কারণ? ধারণা ভেঙে দিয়েছেন বলিউডের সুন্দরী ক্যাটরিনা কাইফ। সাধারণদের মতো সাদামাঠা, সহজ, সরল টোটকায় ভরসা রাখেন ভিকি কৌশলের স্ত্রী। পার্থক্য কেবল, নিয়মানুবর্তিতা। সঠিক যত্ন ও নিয়মিত অভ্যাস। এক দিনের জন্যেও নিয়মভঙ্গ না করার প্রচেষ্টা। চটকদার প্রসাধন নয়, বরং সহজ কিছু দৈনন্দিন রুটিনই এনে দেয় ত্বকে ও মুখে প্রাকৃতিক দীপ্তি।

ক্যাটরিনা জানিয়েছেন, দিনের শুরুটা একেবারে স্বাভাবিক, সহজ রাখার চেষ্টা করেন তিনি। শরীর ও মনের ভারসাম্য বজায় রাখার জন্য কয়েকটি নিয়ম মেনে চলেন। সেগুলির মধ্যে দু’টি ধাপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

প্রথমত, ভোরে ঘুম থেকে উঠেই তিনি কয়েক গ্লাস গরম জল পান করেন। কখনও লেবু মিশিয়ে, কখনও বা আদা দিয়ে। শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখা এবং হজম শক্তি বাড়ানোর জন্য এই অভ্যাস তাঁর কাছে অপরিহার্য। দ্বিতীয়ত, জলপানের পর হালকা স্ট্রেচিং এবং সহজ যোগাভ্যাস করেন ৪২ বছরের অভিনেত্রী। শরীরকে ধীরে ধীরে সজাগ করে তোলার এই উপায়গুলির জুড়ি মেলা ভাল। এতে রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং মানসিক স্বস্তি আসে।

গরম জল পান করা ও সামান্য শরীরচর্চা— নিয়মিত এই দু’টি সহজ অভ্যাসে শরীর যেমন সুস্থ থাকে, তেমনই ত্বকেও ফুটে ওঠে প্রাকৃতিক আভা। ক্যাটরিনার মতে, সৌন্দর্যের আসল রহস্য লুকিয়ে আছে সরলতায় ও নিয়মে।


এ জাতীয় আরো খবর...