শিরোনামঃ
‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার ক্রিকেটাররা পক্ষপাতিত্ব করে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন: উপদেষ্টা আসিফ ৭ অক্টোবরের হামলার স্মরণে নেতানিয়াহুর আবেগঘন বার্তা পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে শীর্ষ অগ্রাধিকারে রয়েছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশ আর স্বৈরশাসনের পথে ফিরবে না: ইউনূস দুর্নীতির উদ্দেশে নেওয়া প্রকল্প অর্থনীতির ওপর চাপ বাড়ায় দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন ট্রাম্প ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান, বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য শুরুর সাথে সাথে খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক / ১৮ বার
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক-সিএনজিচালিত অটোরকিশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। অপর নিহত সিএনজিচালক সজল ঘোষ (৫০) সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা।

ঘাতক ট্রাকচালককে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশে সুপর্দ করেছেন স্থানীয়রা। আটক ট্রাকচালক পারভেজ আহমদ (৪০) দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের ঘনিষ্টজন গোবিন্দ কুমার দাশ মরদেহগুলো শনাক্ত করে জানিয়েছেন, সিএনজিচালক সজল ঘোষসহ নিহত সবাই ইসকন প্রভুর ভক্ত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাদেরকে দেখেছি। আমরা এসে ঘটনাস্থলে দুজনের মরদেহ পেয়েছি। প্রথমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৭টা ১০ মিনিটের সময় সুনামগঞ্জগামী একটি বেপরোয়া গতির গতির ট্রাক সিলেটমুখী সিএনজিচালিত অটোরিকশাকে বাঘেরকোনা গ্রামের সামনে সরাসরি সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷

স্থানীয় শাহ আলম জানিয়েছেন, বাসযোগে যাওয়ার পথে বিকট শব্দ শুনে বাস থেকে নেমে যাই। দৌঁড়ে গিয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে যাচ্ছে। সিএনজি দুমড়েমুচড়ে গিয়েছে। দুইজন স্পটেই মারা গেছেন। একজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছি। পরে শুনেছি তিনিও মারা গেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ, জয়কলস হাইওয়ে পুলিশ ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস টিম।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস টিম লিডার আলমগীর জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল যাই। দুটি লাশ উদ্ধার করেছি।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছি। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজন মারা গেছেন।


এ জাতীয় আরো খবর...