ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, “সম্ভবত গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। চুক্তির খুব কাছে। মনে হচ্ছে গাজা নিয়ে আমাদের চুক্তি হয়েছে। আমরা আপনাদের জানাব।”
তিনি আরও বলেন, “এটি এমন চুক্তি হবে যা জিম্মিদের ফিরিয়ে আনবে। এটি এমন চুক্তি হবে যা যুদ্ধ থামাবে। শান্তি আসতে যাচ্ছে। আমার মনে হয় আমরা চুক্তিতে পৌঁছেছি।”
গতকাল ট্রাম্প ইঙ্গিত দেন যুদ্ধবিরতির চুক্তিটি চূড়ান্ত করতে আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি।
গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ৮ আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি তাদের কাছে ২১ দফার শান্তি প্রস্তাব উত্থাপন করেন। এরমধ্যে জিম্মিদের মুক্তি ও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া গাজায় হামাসবিহীন সরকার গঠনের ব্যাপারেও আলোচনা করেছেন তারা।
মুসলিম নেতারা ট্রাম্পের ২১ দফাকে স্বাগত জানালেও দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাস প্রকাশ্যে এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছেন নেতানিয়াহু। ওই সময় তিনি গাজায় যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন।
তার বক্তব্যের কিছু সময় পরই ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে আছেন তারা।
আগামী সোমবার নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকের পরই চূড়ান্তভাবে গাজার ভাগ্য সম্পর্কে জানা যাবে।