মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

বিএনপির আদর্শ ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা: আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সাবেক সচিব আমিনুল ইসলাম বলেছেন, বিএনপির আদর্শ ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। যেখানে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হবে, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষিত হবে, মানুষের মর্যাদা ফিরে পাবে। এদেশের মালিক যে জনগণ, সেই মালিকানা তাদের ফিরিয়ে দেওয়াটাই বিএনপির অন্যতম লক্ষ্য। দুপুরে গাইবান্ধার সদর উপজেলার তুলশীঘাট বাজারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, গাইবান্ধায় সুস্থ ধারার রাজনীতি চালু করতে চাই। এখানে সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি করতে চাই।

পরে একটি শোভাযাত্রা নিয়ে তুলশীঘাট হেলিপ্যাড থেকে গাইবান্ধা শহর হয়ে তার নিজ বাড়ি কুপতলার দিকে যান গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম। এসময় হাজারো মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন।


এ জাতীয় আরো খবর...