শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

ছত্রভঙ্গ শিক্ষকরা অবস্থান কর্মসূচি চালাবেন শহীদ মিনারে

নিজস্ব প্রতিবেদক / ৭১ বার
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পুলিশের বাধার মুখে প্রেসক্লাব এলাকা ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী।

এর আগে, বেলা ১১টায় শিক্ষকদের ১৩ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ সচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় অবস্থান কর্মসূচি চালিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, প্রেসক্লাবের সামনে আন্দোলন করলে সারা ঢাকায় যানজটের সৃষ্টি হয়। আমরা জনদুর্ভোগ এড়াতে অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে চালিয়ে যাবো। প্রজ্ঞাপন না হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া আগামী মঙ্গলবারের আগে প্রজ্ঞাপন না হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

আজ সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে জড়ো হন। বর্তমানে প্রেসক্লাবের সামনে রাস্তায় শিক্ষকরা অবস্থান করছেন। এছাড়া শিক্ষকদের কর্মসূচির কারণে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।


এ জাতীয় আরো খবর...