চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘জুলাই যোদ্ধাদের’ মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ছয়জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে নগরের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ চলাকালে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারধরের শিকার কয়েকজন নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে জানান, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল, তখন স্টেডিয়ামে কয়েকজন দর্শক সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন করেন। তারা বাধা দিলে ওই দর্শকরা প্লাকার্ড দেখানো বন্ধ করার কথা বলেন। কিন্তু পরে আবারও প্লাকার্ড প্রদর্শন শুরু করলে জুলাইযোদ্ধারা ফের বাধা দেন। তখন অভিযুক্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়।