বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক এবং সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষে ২০০২ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে আয়োজিত হয় ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’, আয়োজন করে থাকে শো টাইম মিউজিক এন্ড প্লে। প্রতিবারই সেখানে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত থাকেন। সুখবর হচ্ছে, বর্হিবিশ্বের নন্দিত এই অ্যাওয়ার্ড আয়োজনটি এবার অনুষ্ঠিত হবে ঢাকায়।
বিগত বছরগুলো এই আয়োজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। সাফল্যের ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি এবার উদযাপন করবে এর সিলভার জুবিলি, যেটির ভেনু ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। প্রতিবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শো টাইম মিউজিক এন্ড প্লে-র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির।
আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬-এর ২৫তম আসর। এবারের আসরের টাইটেল স্পন্সর গোল্ডেন এইজ, পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ।
এই উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এই ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে আলমগীর খান আলম এবং শাহীন কবির ছাড়াও তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী রবি চৌধুরী, শাহানাজ বেলী, শওকত আলী ইমন প্রমুখ।
সংবাদ সম্মেলনে আয়োজন শো টাইম মিউজিক এন্ড প্লে-এর পক্ষে জানানো হয়, এবার ঢাকায় সিলভার জুবিলি উদযাপন করবে ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’। দেশের প্রায় সব তারকা এখানে উপস্থিত থাকবেন। আয়োজন মূল উদ্দেশ্য, দেশের চলচ্চিত্র থেকে সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং নতুন প্রতিভাকে উৎসাহিত করা, সেই সাথে ঢালিউডের গৌরবময় ঐতিহ্যকে নতুন উচ্চতায় তুলে দেয়া।
ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬ একত্রিত করবে কিংবদন্তী তারকা, এ প্রজন্মের সৃজনশীল শিল্পী এবং ভবিষ্যতের সংস্কৃতি প্রেমী তরুণ প্রজন্মকে একইমঞ্চে ২০২৫ সালের সেরা কাজের স্বীকৃতি স্বরূপ দেশের প্রায় ৩০ জনের বেশি তারকাদের এই পুরস্কার প্রদান করা হবে। যাতে আগামী প্রজন্ম আরও অনুপ্রাণিত ও সমৃদ্ধ হয়।
রবি চৌধুরী বলেন, অ্যাওয়ার্ডের সুবাদে প্রথম আমেরিকা যাই। সেখানে শুধু বাংলাদেশ নয়, বলিউডের অনেক সুপারস্টার পারফর্ম করেছেন। সেই আয়োজন এবার বাংলাদেশে হচ্ছে। এজন্য শিল্পী হিসেবে আমি গর্বিত।
শওকত আলী ইমন, বিদেশে বাংলাদেশি কমিটিতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আসর এটি। জমকালো এই আয়োজন সফলভাবে উদযাপিত হবে সেই প্রত্যাশা রাখি।
আলমগীর খান আলম বলেন, ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড সিলভার জুবিলি ২০২৬ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক অনুভূতি, গর্ব এবং স্বপ্ন যেখানে পুরো জাতি একসঙ্গে উদযাপন করবে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির জয়যাত্রা।