শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

মাত্র ২৭ শতাংশ নাগরিক রাজনৈতিক মত প্রকাশে স্বাধীনতা অনুভব করেন

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

দেশের রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের মত প্রকাশের সুযোগ সীমিত—এমন মত পোষণ করেন দেশের অধিকাংশ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, কেবল ২৭.২৪ শতাংশ নাগরিক মনে করেন, তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে নিজেদের মত প্রকাশ করতে পারেন।

বৃহস্পতিবার প্রকাশিত ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস)’-এ তথ্য জানানো হয়েছে। জরিপটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশের ৬৪টি জেলায় পরিচালিত হয়।

রাজনৈতিক মতামতের ক্ষেত্রে শহর ও গ্রামের বাসিন্দাদের মধ্যে তেমন পার্থক্য দেখা যায়নি। জরিপ অনুযায়ী, ২৭.৮৭ শতাংশ শহরবাসী এবং ২৬.৯৪ শতাংশ গ্রামবাসী মনে করেন, তারা দেশের রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করতে পারেন।

তবে লিঙ্গভিত্তিক বিশ্লেষণে স্পষ্ট পার্থক্য দেখা গেছে। সরকারের কর্মকাণ্ড নিয়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মনে করেন ৩১.৮৬ শতাংশ পুরুষ, কিন্তু নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩.০২ শতাংশ।

এছাড়া রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব রাখার ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন মাত্র ২১.১৯ শতাংশ নাগরিক। এই ক্ষেত্রেও পুরুষদের আত্মবিশ্বাস বেশি—২৬.৫৫ শতাংশ পুরুষ যেখানে এমনটি মনে করেন, সেখানে নারীদের মধ্যে এই হার ১৭.৮১ শতাংশ।

৮ লাখ ৩১ হাজার ৮০৭ জন ১৮ বছরের ঊর্ধ্বতন নাগরিকের ওপর পরিচালিত এই বিশাল পরিসরের জরিপে তথ্য সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৯২০টি প্রাথমিক নমুনা এলাকা এবং ৪৫ হাজার ৮৬৮টি গণনার এলাকা থেকে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১৬-এর আওতায় ছয়টি মূল ক্ষেত্রে—নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচার প্রাপ্তি ও বৈষম্য—নিয়ে নাগরিকদের অভিজ্ঞতা ও মতামত বিশ্লেষণ করতেই জরিপটি পরিচালনা করেছে বিবিএস।


এ জাতীয় আরো খবর...