বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষার উন্নয়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী দুই দেশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জামায়াতের প্রধান কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি.আখিম স্ট্রোসটার।
জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ও স্থিতিশীলতায় পাশে থাকবে জার্মানি। বৈঠকে শিক্ষা, চিকিৎসা, দুর্নীতি প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ-সহ কিছু বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি ও জার্মানি থেকে মেডিকেল সামগ্রী আমদানি বিষয়ে বিশদ আলোচনা হয় দুপক্ষের।