শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নির্বাচনে জালিয়াতি: ২ বাংলাদেশির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৫০ বার
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া মিলবোর্ন বরো’র মেয়র নির্বাচনে জালিয়াতির অপরাধে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। শুক্রবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের জেলা বিচারক হার্ভে বার্টল পৃথক শুনানিতে এ কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশী হচ্ছেন নুরুল হাসান (৪৮) ও রফিকুল ইসলাম (৫২)। নুরুল হাসানকে ৩৬ মাসের ও রফিকুল ইসলামকে ১২ মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে দেশটির আদালত।

জানা যায়, নির্বাচনী প্রতারণায় দোষী পেনসিলভানিয়ার মিলবোর্ন বরোতে মেয়র নির্বাচনে প্রতারণার মাধ্যমে ফলাফল প্রভাবিত করার চেষ্টায় জড়িত থাকার দায়ে তিন জন কাউন্সিল কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ডেভিড মেটকাফ জানান, বৃহস্পতিবার (স্থানীয় সময়) মিলবোর্ন বরো কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এমডি নুরুল হাসান এবং সাবেক সদস্য এমডি রফিকুল ইসলাম  আলাদাভাবে দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন। অপর অভিযুক্ত কাউন্সিল সদস্য এমডি মুনসুর আলী (৪৮) এর সাজা ঘোষণার দিন ধার্য রয়েছে ২৬ জুন।

ভোট জালিয়াতির উদ্দেশ্যে গঠিত পরিকল্পনা আদালতের দলিল অনুযায়ী, ২০২১ সালের মেয়র নির্বাচনে প্রাইমারিতে পরাজিত হওয়ার পর হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি আলী ও ইসলামের সহায়তায় একটি নির্বাচনী ষড়যন্ত্রে অংশ নেন।

তাদের পরিকল্পনার অংশ হিসেবে তারা মিলবোর্নের বাইরে বসবাসকারী ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ভুয়া ভোটার নিবন্ধন করেন এবং সেই ভুয়া ভোটারদের হয়ে মেইল-ইন ব্যালটে হাসানের পক্ষে ভোট দেন। এতে ভোটারদের নাম, ঠিকানা, জন্মতারিখ ব্যবহার করে অনলাইন নিবন্ধন করা হয় এবং ব্যালটে স্বাক্ষর জাল করে তা জমা দেয়া হয়। তবে, এই চক্রান্ত সফল হয়নি। নির্বাচনের দিন হাসান ১৩৮ ভোটের বিপরীতে ১৬৫ ভোটে পরাজিত হন।


এ জাতীয় আরো খবর...