রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

সাবেক সিইসিদের নামে মামলা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক / ৩৩ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

বাংলাদেশের সাম্প্রতিক তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে সেই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল রোববার (২২ জুন) মামলাটি দায়ের করা হবে বলে জানিয়েছে দলটি।

শনিবার (২১ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, মামলার কপি নিয়ে আমাদের একটি প্রতিনিধি দল প্রথমে নির্বাচন কমিশনে (ইসি) যাবে। এরপর সকাল পৌনে ১১টায় শেরেবাংলা নগর থানায় গিয়ে মামলার আবেদন জমা দেবে।

জানা গেছে, বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিএনপির দাবি, বিগত তিনটি নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিকল্পিতভাবে অনিয়মের আশ্রয় নিয়েছেন। ইতোমধ্যে এসব অভিযোগের তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কেএম নূরুল হুদার অধীনে এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে।

বিএনপি এসব নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করে আসছে এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরেই।

 


এ জাতীয় আরো খবর...