ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এই হামলার পেছনে ইরানের শাসনক্ষমতায় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা ছিল না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেন। তার ভাষ্য, ইরানের শাসক পরিবর্তন এই অভিযানের উদ্দেশ্য ছিল না। হামলার আগে ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে সরাসরি বার্তা পাঠিয়ে দরকষাকষি ও আলোচনার আহ্বান জানানো হয়েছিল। খবর রয়টার্সের।
‘অপারেশন মিডনাইট’ নাম দেওয়া সামরিক এই অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের তৈরি সাতটি বি-২ বোমারু বিমান। বিমানগুলো ১৪টি বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে ইরানকে হুশিয়ারি দিয়েছেন হেগসেথ। তিনি বলেন, এ ধরণের কোনো উদ্যোগ নেওয়া হলে মার্কিন বাহিনী নিজেদের সুরক্ষা দেবে। প্রেসিডেন্ট ট্রাম্প একটি নিখুঁত অভিযান চালিয়ে ইরানের পরমাণু প্রকল্প আমাদের জাতীয় স্বার্থের প্রতি যেসব হুমকি সৃষ্টি করেছে তা নির্মূল করার অনুমোদন দিয়েছেন।