মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ৫০ বার
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। এ জন্য ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগোনো দরকার। রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অর্পণ আলোক সংঘের উদ্যোগে ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন।

মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকেই দেশে মেধা পাচারের ঘটনা ঘটছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, আমাদের দেশে এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে একবার বিদেশে গেলে মেধাবীরা আর ফিরে আসতে চান না। আমি অনেক দেশ দেখেছি, সেসব দেশের মেধাবীরা অন্য দেশ থেকে প্রশিক্ষণ ও জ্ঞান নিয়ে এসে নিজের দেশকে উন্নয়ন করছেন।

অর্পণ আলোক সংঘের প্রতিষ্ঠাতা বীথিকা বিনতে হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার প্রমুখ বক্তব্য দেন।


এ জাতীয় আরো খবর...