শিরোনামঃ
লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ছিল ‘সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন’: পুতিন

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্রের হামলা ‘একটি সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, তারা ইরানি জনগণের পাশে থাকার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছেন।

স্থানীয় সময় সোমবার মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকের শুরুতে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট।

আনাদোলু এজেন্সির এক খবরে বলা হয়, পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের হামলা ছিল একটি সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন। ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী, ভালো ও নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। আমরা ইরানি জনগণের পাশে থাকার জন্য আমাদের পক্ষ থেকে সব রকম চেষ্টা করে যাচ্ছি।’

পুতিন আরাগচিকে আরও বলেন, ‘আপনার আজ মস্কো সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এতে করে আমরা এ সংকট নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারব এবং একসঙ্গে সমাধানের পথ খুঁজতে পারব।’

পুতিন ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

রাশিয়ার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং সাম্প্রতিক বছরগুলোতে তা কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করে চলছে।’

মধ্যপ্রাচ্যে প্রতিদিনই উত্তেজনা বাড়ার মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলাকে দায়ী করেন আরাগচি।

গত ১৩ জুন ইসরায়েল কোনো উসকানি ছাড়াই একতরফা হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনা ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের ওপর। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধানসহ শীর্ষ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হন।

এরপর থেকে এই দুই দেশের মধ্যে সংঘাত চলছে। এর মধ্যে অকস্মাৎ গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে ‘বড় ধরনের ধ্বংসযজ্ঞ ও সফল অভিযান’ বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের এই হামলার পর রাশিয়া সফরে যান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।


এ জাতীয় আরো খবর...