শিরোনামঃ
ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক আটক ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায়
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

আদালতের কাঠগড়ায় নির্বাচন নিয়ে মুখ খুললেন সাবেক সিইসি

নিজস্ব প্রতিবেদক / ৩৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় গ্রেফতারের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার রিমান্ড শুনানিতে পক্ষে-বিপক্ষে দীর্ঘ সময় বাদানুবাদ হয়। এক পর্যায়ে বিচারক সাবেক সিইসির বক্তব্য শুনতে চান। সেখানে তিনি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। তার দাবি, বিতর্কিত নির্বাচনের জন্য কমিশনকে দায়ী করা যায় না। দায়িত্ব পালনের সময় তিনি শপথ ভঙ্গ করেছেন কি না- বিচারকের এমন প্রশ্নে ‘না’ সূচক জবাব দেন সাবেক এই আমলা।

সোমবার (২৩ জুন) বেলা ৩টার দিকে সাবেক সিইসিকে আদালতে আনা হয়। প্রথমে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়।

শুনানির আগে বেলা ৪টা ৮ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। সেখানে রিমান্ডে নেওয়ার জন্য ১১টি কারণ উল্লেখ করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিজমে ভূমিকা রাখা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি। পরবর্তী সময়ে জনগণের হাতে কট।

আইনজীবী বলেন, জনগণের মৌলিক অধিকার, বাঁচার অধিকার, ভোটের অধিকার হরণ করেন। জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে উনাকে ফুলের মালা দিয়েছে। এরা সেদিন মানুষ ও জনতার পক্ষে থাকলে হাসিনা এত বড় ফ্যাসিস্ট হতো না। তার আমলে ২০১৮ সালে সবাই নির্বাচনে অংশ নিয়েছে। তারা জনগণ ও রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা করেছেন। জনগণের ভোটের অধিকার কেড়ে নেন। নির্বাচনের সময় কমিশন ডিসি ইউএনওদের অর্ডার দিয়ে রাতে ভোট দিয়েছেন। দিনের ভোট রাতে করার জন্য টাকা দিয়েছেন, বিরিয়ানি দিয়েছেন। অথচ তিনি বলেছেন, জনগণ ভোট দিয়েছে। কত বড় নির্লজ্জ হলে এমন কথা বলা যায়। এখনো তারা হাসে। আমার মনে হয় অন্য কেউ হলে নিজ থেকে নিজেই মরে যেতো। আমরা তাকে চিনি নিশি রাতের নির্বাচন কমিশনার হিসেবে। আমি জানি না, তিনি কীভাবে পরিবারের সামনে মুখ দেখান।

আসামিপক্ষে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সজিব নুরুল হুদার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, এখানে রিমান্ড শুনানিতে আইনের কথা বলা হয়নি বরং আশেপাশের কথা বলা হয়েছে, আমরা সেগুলোতে যাবো না। আসামির বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে সকল ধারাই জামিনযোগ্য। প্রসিকিউশন বেছে বেছে জামিনযোগ্য ধারায় তার রিমান্ড চেয়েছেন, এটা আইনের সাথে সাংঘর্ষিক।

প্রসিকিউশনের উদ্দেশে তিনি বলেন, জামিনযোগ্য ধারায় রিমান্ড চাইতে পারবেন এমন আইন দেখান। এসময় উপস্থিত আইনজীবীরা চিৎকার শুরু করলে এজলাসে হট্টগোল হয়।

আসামিপক্ষের এই আইনজীবী শুনানিতে আরও বলেন, যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে তা আমাদের বিরুদ্ধে যায় না। এ মামলা আইনগতভাবে চলেই না। এটা ত্রুটিপূর্ণ এজাহার।

আসামি পক্ষের আরেক আইনজীবী বলেন, নুরুল হুদা মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে সাব কমান্ডার হিসেবে যুদ্ধ করেন। তার নেতৃত্বে পটুয়াখালী জেলা হানাদার মুক্ত হয়েছে।


এ জাতীয় আরো খবর...