দেশে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে মহামারি করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৯ জনের শরীরে। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ২১ জুন একদিনে ৩৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, যা ছিল বছরের সর্বোচ্চ।
এছাড়া গত ২৪ ঘণ্টা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন ৩৪ জন।