মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৪৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ঢাকা নবাবগঞ্জ আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা পুলিশের একটি সূত্র।  জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে গা ঢাকা দেন তুহিন। গত দশ মাস তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল ঢাকা জেলার ডিবি পুলিশ খবর পায় তিনি মিরপুরের মনিপুরে অবস্থান করছেন। পরে সেই এলাকায় অভিযান চালায় তারা।

অভিযানের আগে তুহিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি শেয়ার করেছেন। তাতে তিনি জানিয়েছেন, তাকে গ্রেফতারের জন্য ঢাকা জেলার পুলিশ এসেছে। পরে তাকে গ্রেফতার করেন তারা।


এ জাতীয় আরো খবর...