রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

বান্ধবীকে ‌‘সম্মোহন’ করে মালামাল নিয়ে উধাও

নিজস্ব প্রতিবেদক / ৩৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা ঘটেছে। ফুলের তোড়ায় হিপনোটিজ (সম্মোহন) করে বান্ধবীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছেন এক তরুণী। অভিযুক্তের নাম মোছা বিথি খাতুন। তিনি কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মো. শামসুল হকের মেয়ে।

ভুক্তভোগী গৃহবধূ হালিমা খাতুন জানান, মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে তার পুরোনো বান্ধবী বিথি খাতুন মোবাইলে যোগাযোগ করে বেড়াতে আসার ইচ্ছা প্রকাশ করেন। তাকে আমন্ত্রণ জানানো হয়। পরদিন বিকেলে বিথি একটি ফুলের তোড়া হাতে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসেন এবং সেটি হালিমার হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আবার নিজেই তোড়াটি নিয়ে ফ্রিজে রেখে দেন।

পরিবার সূত্রে আরও জানা গেছে, ঘটনার পর বিথি খাতুনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে ভুক্তভোগী হালিমা খাতুন সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেন।

হালিমা খাতুনের স্বামী মিলন হোসেন বলেন, খোঁজ নিয়ে জেনেছি বিথির বাবা-মা বেঁচে নেই। তিনি নানার বাড়িতে বড় হয়েছেন। এর আগেও তিনি তার বিভিন্ন আত্মীয়ের বাড়ি থেকে এভাবে মালামাল নিয়ে পলাতক ছিলেন।


এ জাতীয় আরো খবর...