রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতির সময় এসেছে: জার্মান চ্যান্সেলর

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়ার্জ বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধ চলছে, সেখানে এখনই যুদ্ধবিরতি করার সময় এসেছে। গাজায় যুদ্ধ বন্ধ করা উচিত। মঙ্গলবার (২৪ জুন) পার্লামেন্টে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়ার্জ এমন সময় এই মন্তব্য করলেন, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

গাজায় যুদ্ধ বন্ধের আওয়াজ তুললেও ইসরায়েলের হামলার পক্ষেই কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়ার্জ। তিনি বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ইসরায়েলিদের রক্ষা করার অধিকার রয়েছে তাদের।

তিনি বলেন, তবে গাজায় আসলে তারা (ইসরায়েল) কী চায়, সেটি আগে জানতে হবে। এ ছাড়া গাজায় মানবিক সহায়তায় ইসরায়েল যেন বাধা না হয়ে দাঁড়ায়। বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে।


এ জাতীয় আরো খবর...