রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

এবার জেলেনস্কিকে ‘ভালো মানুষ’ বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ২৭ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। দুই নেতার আলোচনার বিষয়বস্তু হবে ইউক্রেনের চলমান সংকট এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা স্বাভাবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। উনার (জেলেনস্কির) সমস্যা নিয়ে আলোচনা করব।

এ সময় জেলেনস্কিকে ‘ভালো মানুষ’ বলে অভিহিত করে ট্রাম্প জানান, তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আগে কিছু ভুল বোঝাবুঝি হলেও তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে সম্মান করেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে দুই নেতার বৈঠক নির্ধারিত থাকলেও ইসরাইল-ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে তড়িঘড়ি করে হোয়াইট হাউসে ফিরে যান ট্রাম্প। ফলে সেই বৈঠক বাতিল হয়ে যায়।

আশা করা হচ্ছে, আসন্ন বৈঠকে ইউক্রেন যুদ্ধ, সামরিক সহায়তা, এবং রাশিয়া-ইউক্রেন উত্তেজনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ট্রাম্প ইতোমধ্যেই বলেছেন, তিনি ইউক্রেন ইস্যুতে ‘বিস্তৃত ও কার্যকর সমাধান’ খুঁজে বের করতে চান।


এ জাতীয় আরো খবর...