কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো বুধবার (২৫ জুন) কলমবিরতি চলছে বেনাপোল কাস্টম হাউসে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং সব বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি চলছে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বেলা ১২টা থেকে বেলা ৫টা পর্যন্ত এই কলমবিরতি চলছে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি এবং চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাস্টম হাউসে আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনও শুল্কায়নের কাজ হবে না। অফিস খোলা থাকলেও কর্মকর্তাদের টেবিলে দেখা যায়নি। বন্ধ করে দেওয়া হয়েছে কাস্টম হাউসের অনলাইন সার্ভার। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকার কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনও বিল অব এন্টি দাখিল করা যাচ্ছে না। ৫টার পর থেকে পুনরায় কাজ চলবে।
তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কলমবিরতির কারণে নতুন করে কোনও পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জারি করা প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে শুধু আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, কলমবিরতি কর্মসূচি পালন করা হবে। আগামীকাল বৃহস্পতিবারও বিকাল ৫টা পর্যন্ত কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ চলবে। আগামী ২৭ জুনের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে এবং এনবিআর চেয়ারম্যান অপসারণ না করা হলে আগামী ২৮ জুন থেকে কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে।’